ই-কমার্স ওয়েবসাইট কি খুবই দরকার?

একটি বিজনেস পরিচালনার জন্য কি শুধু একটি ফেসবুক পেজই যথেষ্ট বলে মনে করেন ? বর্তমান সময়ে অনেকের তিলে তিলে গড়া বিজনেস আইডি ও হাজার হাজার টাকার বুস্ট করা স্বপ্নের বিজনেস পেজ ডিজেবল হয়ে যাচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রেই সেগুলো আর ফিরিয়ে আনা সম্ভব হচ্ছেনা। এতে করে নবীন বা মাঝারি পর্যায়ের উদ্যোক্তারা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাছাড়া এখানে শুধু টাকাই নয় বিশাল শ্রম, সময়, ও মেধার বিশাল লস হয়ে যায়। আপনি এই ব্যাপারটা নিয়ে কতটা ভেবেছেন বা এমন ক্ষতি থেকে উত্তরণের কি পরিকল্পনা করেছেন ?
কারন একজন সফল ব্যবসায়ী সবসময় অতীত বর্তমান ও ভবিষ্যৎ মাথায় রেখে বিজনেস প্লান করবেন। অতীতের অভিজ্ঞতা, বর্তমানের প্লান মোতাবেক প্রচেষ্টা ও ভবিষ্যত পরিকল্পনা ও সচেতনতার সাথেই সে সামনে অগ্রসর হবেন ।
একটা সময় মানুষ শুধু একটি ছোট্ট দোকানের মাধ্যমে অফলাইনে সফলভাবে বিজনেস পরিচালনা করতে পারত। এরপরে ফেসবুক পেজের মাধ্যমে অনলাইন বিজনেস পরিচালনা করত বা এখনো করে। কিন্তু এখন সে অনলাইন পেজগুলো কোনভাবেই ঝুঁকিমুক্ত নয় । তার অথরিটি পাওয়ার আমাদের হাতে না থাকায়  সেটা যে কোন সময় ডিজেবল অথবা রিমুভ হয়ে যেতে পারে। আর ডিজেবল বা রিমুভ হওয়া পেজ ফিরিয়ে আনা মোটেও সহজ কাজ নয় কোনকোন ক্ষেত্রে অসম্ভব।

ই-কমার্স ওয়েবসাইট কেন বানাবেন

  • একটি ই- কমার্স ওয়েবসাইট আপনার ব্যবসার স্থায়ী অনলাইন ঠিকানা।
  • সবসময় ব্যবসার জন্য অনলাইন স্টোরগুলি খোলা রাখা যায়।
  • খুব দ্রুত ব্যবসা বৃদ্ধি পায়।
  • মেইনটেনেন্স খরচ দোকানের চেয়ে অনেক কম হয়ে থাকে।
  • খুব বেশী সংখ্যক অর্ডার আসলেও সেটা প্রক্রিয়া করা সম্ভব।
  • যে কেউ পন্য নিয়ে এই ব্যবসা করতে পারে। তার কোন দোকানের প্রয়োজন হয় না।
  • ওয়েব সাইটে পন্যের ছবি বর্ণনা আর দাম দিলেই হয়ে যায়।
  • ২৪ ঘন্টায় ইনকাম করার পথ সুগম করে।
  •  কাস্টমারের আস্থা এবং বিশ্বাস অর্জন করা যায়।

কি কি থাকছে আমাদের সার্ভিসে ?

  • ওয়েবসাইট দ্রুত এবং সুপারফাস্ট লোডিং হবে।
  • ডোমেইন এবং হোস্টিং এর কন্ট্রোল প্যানেল দিয়ে দেয়া হবে।
  • আপনার ই-কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল অবশ্যই পাবেন।
  • ১০০% গ্যারান্টি দিচ্ছি অবশ্যই খুশি হবেন।
Shopping Cart
Scroll to Top