বই বাজার

অন্তহীন জ্ঞানের আঁধার হল বই, আর বইয়ের আবাসস্থল হোল গ্রন্থাগার বা লাইব্রেরি। মানুষের হাজার বছরের লিখিত-অলিখিত বহু ইতিহাস ঘুমিয়ে আছে একেকটি লাইব্রেরির ছোট ছোট তাকে।

গ্রন্থাগার হলো কালের খেয়াঘাটের মত, যেখান থেকে মানুষ সময়ের পাতায় ভ্রমণ করে।যেখান থেকে মানুষ ইতিহাস ঐতিহ্যের অলিতে গলিতে বিচরন করে। একটা আদর্শ গ্রন্থাগারের বিশাল সংগ্রহ শালায় নিজের রুচি ও মনের চাহিদা অনুযায়ী বই পাওয়া যায়। এজন্যই একজন জ্ঞান পিপাসু সময় পেলেই লাইব্রেরিগুলো ঘুরে ঘুরে দেখে কোন তাকে তার জ্ঞানতৃষ্ণা নিবারনের শরাব আছে।

সেই প্রাচীন শিলালিপি থেকে আজকের আধুনিক ছাপার গ্রন্থিক স্থান হল আমাদের লাইব্রেরিগুলোই । একটি গ্রন্থাগার যেমন আমাদের জীবনকে পাল্টে দিতে পারে তেমনি মানবাত্মার জ্ঞানের তৃষ্ণাও মিটায়। দিনযাপনে যেমন খাবার ছাড়া চলে না, তেমনি মনেরও তো একটা খোরাক দরকার হয়।আর মনের সেই খোরাক হলো একটা আদর্শ বই।

মূলত লাইব্রেরিগুলো হলো আমাদের শ্রেষ্ঠ আত্মীয় যার প্রতি সবসময় আমাদের একটা আলাদা টান থাকে। আর জ্ঞানচর্চা ও বিকাশের ক্ষেত্রে একটি আদর্শ বইর ভূমিকা অনন্য। তাইতো এই আধুনিক যুগে যেখানে প্রতিটি জিনিস ইলেকট্রনিক ডিভাইস নির্ভর হওয়া সত্বেও সেই কাগুজে ছাপার বইয়ের মায়া মানুষ ছাড়তে পারেনা। কাগুজে ছাপার সেই নতুন বইয়ের সুবাসকে ভুলতে পারেনা।

এর কারন কি জানেন আত্মার সম্পর্ক যার সাথে আছে আত্মার সম্পর্ক তাকে কি সুধু দেখেই কি প্রাণ জুড়ানো যায়! হাতের কোমল স্পর্শে পরম যত্নে একেকটি পাতা উল্টিয়ে চোখ এ আত্মার তৃষ্ণা মেটাতে মন চায়। তাইতো বইমেলাগুলো আজো এতোটাই লোকে লোকারণ্য হয়।

তাই বিজ্ঞপ্তিবাজারের এই পেজে আমরা দেশের দারুন সব লাইব্রেরীকে তুলে ধরবো। আর সাথে তুলে ধরবো তাদের বিখ্যাত বইগুলো। যাতে বই প্রেমিরা দেশের যেকোনো প্রান্ত থেকে গ্রহন্থাগারের তাকগুলো সাতরে বেড়াতে পারে। আর খুজে নিতে পারে পছন্দের বইটি। মিটাতে পারে আত্মার তৃষ্ণা। ধন্যবাদ

Shopping Cart
Scroll to Top