প্লাগিংস হচ্ছে ওয়ার্ডপ্রেস সাইটের এমন টুলস যা কিছু নির্দিষ্ট ফাংশনাল কমান্ড ব্যবহার করে একজন ইউজারের কাজের চাহিদা ইজিলি পূরণ করে থাকে। আর ওয়ার্ডপ্রেস এর সফলতার এবং জনপ্রিয়তার জন্য প্লাগিংস এর অবদান সবচেয়ে বেশি। প্লাগিংস দিয়ে ওয়েবসাইটের পুরো স্টার্কচার কাঠামোকেই নিয়ন্ত্রন করা যায়। আপনি চাইলে প্লাগিংস দিয়ে আপনার সাইটের সকল পোস্টগুলোকে নিয়ন্ত্রন করতে পারেন। এককথায় আপনি যেমনটা চাইবেন সেই ধরনের অসংখ্য প্লাগিংস ওয়ার্ডপ্রেসের প্লাগিংস ডিরেক্টরিতে পাবেন। সেখান থেকে ডাউনলোড করে ইজিলি ইন্সটল করে ব্যাবহার করতে পারবেন।ওয়ার্ডপ্রেস সাইটের জন্য প্লাগিংসও দুই ভাবে ইন্সটল করা যায়।
১সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড (Pluging) থেকে এবং ২ এফটিপি সফটওয়্যার দিয়ে সার্ভারে আপলোড করে।