উদ্যোক্তা বাজার

“উদ্যোক্তা বাজার” শিরোনামটা দেখে মনটা কৌতুহলি হয়ে উঠলো তাইনা?একটু পরেই কৌতুহল থেকে বিষ্ময়ের মাঝে হারিয়ে যাবেন, বিশ্বাস না হলে পেজটা ঘুরে ঘুরে দেখুন। দেখবেন হারিয়ে যাওয়া বাঙালি ভাবটা আবার কিভাবে ফিরে আসছে..

হ্যা আমি বলছিলাম বাংলার আনাচে-কানাচে এমন অনেক উদ্যোক্তা  আছেন যাদের কে আমরা চিনিনা বা তাদের সম্পর্কে আমরা জানিও না। অথচ তারা আমাদের জন্য কতটা আশীর্বাদ স্বরুপ তা আমরা চিন্তাও করি না। এমনকি তারা স্বল্প পরিসরে এমন সব আয়োজন বা উদ্যোগ গ্রহণ করে থাকেন তা একদিকে যেমন মানসম্মত আবার ইউনিক ও চিত্তাকর্ষক। তাই এখানে আমরা এমন সব উদ্যোক্তাদের একত্রিত করবো যাদের কাজের মান ব্রান্ডের পন্যকে ছাড়িয়ে না গেলেও গভীর ভাবে লক্ষ্য করলে দেখা যাবে কোনো অংশে কমও না।

সর্বোপরি কথা হলো আমরা বাঙালি। আমাদের ঐতিহ্যকে তো আর ভুলে যেতে পারি না,তাই দেশের মানুষ দেশিও প্রোডাক্ট যার সাথে মিশে আছে আমাদের আবেগ ভালোবাসা ও ঐতিহ্যের নিদর্শন। একটু লক্ষ করলেই বুঝতে পারবেন যে এক জন উদ্দ্যোক্তা ও একজন ব্যবসায়ী কিন্ত কখনোই এক না। উদ্দ্যোক্তার চিন্তা আর ব্যবসায়ীর চিন্তা কখনোই এক থাকে না। কারন উদ্যোক্তা হলো এমন একজন ব্যবসায়ী যে নতুন বিজনেস নিয়ে চিন্তা করেন।যা আগে কেউ করেননি।অথবা পুরোনো কোন বিজনেসকে নতুন রুপে উপস্থাপন করেন মানুষের কাছে।

সর্বোপরি একজন উদ্যোক্তা মানুষকে নতুন কিছু দেয়ার চেষ্টা করেন তা হতে পারে নতুন প্রডাক্ট, নতুন ডিজাইন,মান উন্নয়ন,বা স্বল্পের মধ্যে মানে গুনে উন্নত বা এমন কি সাধ্যের মধ্যে সেরাটা।একজন আদর্শ উদ্যোক্তার সবচেয়ে বড় গুণটা হল সে মানুষের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে দেখেন। তাদের সমস্যা সমাধান করতে গিয়ে মানুষের উপকারের কথা চিন্তা করেন,কিভাবে সমস্যার সমাধান করা যায়। সমস্যা সমাধানের মাধ্যমে কতো মানুষ উপকৃত হয় তা নিয়েও তারা ভাবেন । এভাবে উদ্যোক্তা  অন্যের সমস্যার সমাধান বা প্রয়োজন মেটাতে এগিয়ে আসেন।এবং এর জন্য সর্বাত্মক চেষ্টা করেন।

Shopping Cart
Scroll to Top