আইটি বাজার

আইটি সেক্টর অনেক বড় ও বিস্তৃত একটি সেক্টর ও ক্রমবর্ধমান একটি ক্ষেত্র; প্রতিনিয়ত যার উন্নতি সাধন হচ্ছে আর মানুষ প্রযুক্তির সাথে নিজেকে জড়িয়ে দ্রুতই ডিজিটাল দুনিয়ার দিকে ধাবিত হচ্ছে।

আইটি সেক্টরের কাজ বলতে বোঝায় গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যানিমেশন, অটোমেশন, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং, ডিজিটাল মার্কেটিংসহ শত শত বিষয় রয়েছে, যেগুলো সবই আইটি সেক্টরের অন্তর্ভুক্ত ।

প্রযুক্তিনির্ভর বাজার ও অর্থনীতির এ সময়ে সেবা গ্রহকারীরা শুধু একাডেমিক সার্টিফিকেট নয়, দক্ষতাও চেয়ে থাকেন। আইটি সেক্টরের যেকোনো বিষয়ে কাজ করতে হলে বা করাতে চাইলে দক্ষতা আগে দেখে নেয়া খুবই গুরুত্বপুর্ণ, অদক্ষতার সাথে কাজ করা হলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনা থাকে বেশি।

বর্তমান সময়ে অনলাইন নির্ভর যা কিছু আছে সবকিছুই প্রতিযোগিতা নির্ভর। তাই এই কম্পেটিটিভ মার্কেটে টিকে থাকতে হলে আপনাকেও একজন দক্ষ প্রতিযোগী হিসেবেই মাঠে নামতে হবে এবং আপনি কারো থেকে সার্ভিস গ্রহণ করতে চাইলে গ্রহণ করতে হবে একজন সুদক্ষ আইটি বিশেষজ্ঞের কাছ থেকেই।

Shopping Cart
Scroll to Top